কাহিনির বিষয় নির্বাচন ও প্রেক্ষাপট অদিতির গল্পের মূল আকর্ষণ। ঝরঝরে গদ্যে তিনি অনায়াসে গোয়ার জনপ্রিয় সমুদ্রসৈকত থেকে পাড়ি দেন হিমালয়ের প্রত্যন্ত প্রান্তে। গল্পের খোঁজে তিনি আতস্কাঁচ ধরেন দুই মানবীর পারস্পরিক সাহচর্যে বা এক অভিযাত্রীর একক জীবন সংগ্রাম।
অদিতি ভট্টাচার্য্য-র গল্প সংকলন ‘গল্পের খোঁজে’ কলকাতা বইমেলা ২০১৫-তে পাওয়া যাবে সৃষ্টিসুখ থেকে।
সুদৃশ্য প্রচ্ছদটি করেছেন বন্ধু শিল্পী Tousif Haque