মধ্যপ্রদেশ, উত্তরখণ্ড, বারাণসী, কাশ্মীর, পূর্ব ভারত এবং ভূটান — এই ছটি পর্বে Indira Mukerjee-র ভ্রমণকাহিনি সংকলন ‘চরৈবেতি’ হয়ে উঠেছে সৃষ্টিসুখের বইমেলা অভিযানের অন্যতম মাইলস্টোন। বইয়ে ভ্রমণের বিবরণের পাশাপাশি জায়গাগুলির পৌরাণিক এবং ঐতিহাসিক ধারাভাষ্য লেখকের কলমে উপভোগ্য হয়ে উঠেছে। সাথে আছে বেশ কিছু রঙিন ছবি।
বইটি কলকাতা বইমেলা ২০১৪-তে সৃষ্টিসুখ থেকে পাওয়া যাবে।