অলোকপর্ণার লেখা উচ্চকিত নয়, সেখানে কোনও স্লোগান নেই, কোনও চমক দেওয়ার চেষ্টা নেই। কিন্তু যে লেখক নিবিষ্ট অনুশীলনে সাহিত্যচর্চা করে থাকেন, তাঁর লেখা পড়ে মুগ্ধ হতেই হয়। অলোকপর্ণা একটা নিজস্ব স্টাইল আয়ত্ত করেছেন, তাতে মায়াবী শব্দচয়ন, প্রশংসনীয় বিষয় নির্বাচন থেকে শুরু করে চরিত্রগুলোর নিশ্চিত চিত্রণ — সবই নিখুঁত।
এ পর্যন্ত অলোকপর্ণার লেখা থেকে ২৫টি গল্প বেছে নিয়েছেন Ramit Dey আর সাঁঝবাতি, সংকলনের নাম ‘ঝিঁঝিরা’।
কলকাতা বইমেলা ২০১৫-য় সৃষ্টিসুখ থেকে বইটি পাওয়া যাবে।
প্রচ্ছদ করেছেন বন্ধু শিল্পী তৌসিফ হক।