Blog

ঠিকানিয়া-শুভ্র বন্দ্যোপাধ্যায়

শুভ্র বন্দ্যোপাধ্যায়-এর উপন্যাস ‘ঠিকানিয়া’ ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল সংবাদ প্রতিদিন-এর রবিবারের ক্রোড়পত্রে।
তিন বন্ধু নিত্যদিনের রুটিনের বাইরে একটু নিশ্বাস নিতে বেরিয়ে পড়েছিল। তারা এসে পৌঁছাল এক সৃষ্টিছাড়া জায়গায়। ঘটনাচক্রে হাতে এসে পড়ল এক আশ্চর্য পাণ্ডুলিপি। উঠে এল ১৬৩২… পর্তুগিজ বাংলা… ভুলে যাওয়া একটি যুদ্ধ…
======================================

কবি শুভ্র ‘বৌদ্ধলেখমালা ও অন্যান্য শ্রমণ’ কাব্যগ্রন্থের জন্য ২০১৩ সালের যুব সাহিত্য আকাদেমি পুরস্কার পেয়েছেন। আগ্রহী পাঠক এবার ঔপন্যাসিক শুভ্র-র কলম পরখ করতে উদগ্রীব হয়ে থাকবেন। বইটি পাওয়া যাবে কলকাতা বইমেলা ২০১৪-তে সৃষ্টিসুখ থেকে।

প্রচ্ছদটি লেখকেরই করা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>