January 22, 2018 নাইন্থ সিমফনি-অশোক ঘোড়ই Posted by Mriganka Majumder under News, Promotions, Releases, Updates যে সমস্ত কবির প্রথম বই সৃষ্টিসুখ গত সাত বছরে প্রকাশ করেছে, তাঁদের তালিকায় যুক্ত হল অশোক ঘোড়ইয়ের নাম। গদ্য কবিতার সংকলন ‘নাইন্থ সিমফনি’ কলকাতা বইমেলা ২০১৮-য় সৃষ্টিসুখ-এর স্টলে (442) পাওয়া যাবে। প্রচ্ছদ – পার্থপ্রতিম দাস।