বিড়াল আপনার মুলোর তরকারির ভাগ পেয়েছে? সাবধান! একঘরে রাত কাটাবেন না। বিড়ালের থেকে আত্মরক্ষার এমন অজস্র টিপস্ রয়েছে মাত্র এক ক্লিক দূরত্বে।
সৌরাংশু সিংহ আরো যোগ করেছেন-দোগন পদ্দিস একটি দু পেয়ে অলপ্পেয়ের নাম। ক্ষণজন্মা অলপ্পেয়ে। কথায় বলে না বোলার যদি ক্যাপ্টেন হয় তাহলে হয় বেশি বোলিং করে অথবা কম! ইনি কম। প্রকৃত ক্যাপ্টেনের মতো পিছন থেকে নেতৃত্ব দিতে ভাল বাসেন। কিন্তু তাতে তার প্রতি ভালবাসা একটুও কমে না আমার।
দোগন পদ্দিস রচিত ‘প্রতিবেশীর বিড়ালের সঙ্গে ভাব জমানোর সহজ উপায়