Blog

ফিসফাস ২-সৌরাংশু সিংহ

ফিসফাস ২-এর আজ অভিষেক ঘরের মাঠে। কালিবাড়ি প্রাঙ্গণে দিল্লি বইমেলায় সৃষ্টিসুখ-এর স্টলে (স্টল নং ২২) থেকে পাওয়া যাবে সৌরাংশু সিংহ-র ফিসফাস ২। যারা ফিসফাস ১ পড়েছেন, তাঁদের পড়ে দেখতেই হবে ফিসফাস ২ কতটা এগোল প্রথমটার থেকে। আর যারা ফিসফাস ১ পড়েননি, তাঁরা ফিসফাস ২ পড়লেন বুঝবেন কেন প্রথম বইটি হই হই করে এখনও বিক্রি হচ্ছে।

বইটির প্রচ্ছদ এবং অলংকরণ করেছেন বন্ধু শিল্পীঃ Tousif Haque

প্রসঙ্গত জানাই, ফিসফাস ২ কলেজ স্ট্রিটে পাওয়া যাচ্ছে সৃষ্টিসুখ-এর আউটলেটেও। ঠিকানাঃ সৃষ্টিসুখ, প্রযত্নে – দেবী সারদা প্রেস। ৩০ এ সীতারাম ঘোষ স্ট্রিট। যোগাযোগ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>