এঁটো বাসন-কোসন মেজে
মা যখন চকচকে থালায় ভাত বাড়ে
হে রাষ্ট্র, তখন তোমার কথা না
মনে পড়ে, খেটে খাওয়া বাবার কথা
বাবা শিল্প বোঝে না
বোঝে, আমরা তিন অভুক্ত প্রাণী
রাষ্ট্র নামক কোনও কুয়োর ভিতর আটকে আছি
আরও অনেক প্রাণীর সাথে
=============
সৃষ্টিসুখ প্রকাশন থেকে কলকাতা বইমেলা ২০১৮-য় প্রকাশ পেতে চলেছে সেলিম মণ্ডলের প্রথম বই ‘মায়াজন্ম’।
প্রচ্ছদ এঁকেছেন নক্ষত্র সেন।