Blog

মেজোবাবু আসবেন ও অন্যান্য-অর্ণব রায়

এক মুখহীন অবয়বমাত্র জনতাপিণ্ডের সঙ্গে পথ হাঁটছে এই সংকলনের গল্পগুলি। তাদের সাথে বটতলার সালিশী সভায় বসে পড়ছে, কখনও বাসরাস্তার ধারে গজিয়ে ওঠা চায়ের দোকানে লুঙ্গি গুটিয়ে বসে মিঠুনের ‘সিনামা’ দেখছে, দেখছে মানুষকে ঘিরে ধরে পিটিয়ে মারতে মানুষের সে কী উল্লাস, দেখছে মানুষ নিজের দুঃখ কষ্টে বুক আউলে কাঁদতেও অন্য মানুষের ভরসায় বসে আছে, আবার সেই মানুষই মরতে মরতেও ভুল স্বধর্ম আঁকড়ে চেতনার ওপারে যেতে চাইছে। এসবের ধার ঘেঁষেই আলতো উঁকি মেরে মেরে যেতে চেয়েছেন লেখক। পকেটে হাতটা ভরে, আলগোছে পা ফেলে ফেলে। এদেরই কারোর পাশে বসে একটা বিড়ি একটু আগুন এগিয়ে দিতে চেয়েছেন। এভাবেই একটা আধটা গল্প। এভাবেই ভিড়ের ভেতর একজন আধজন মানুষের বুদবুদ, কথা।”

অর্ণব রায়এর গল্প সংকলন ‘মেজোবাবু আসবেন ও অন্যান্য’ প্রকাশিত হতে চলেছে সৃষ্টিসুখ প্রকাশন থেকে। নজরকাড়া প্রচ্ছদটি এঁকেছেন পার্থপ্রতিম দাস।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>