এতদিন রবি ঠাকুর সাজানো থাকতেন বইয়ের র্যাকে। এবার সৃষ্টিসুখ সুযোগ করে দিল কফি টেবিলে রবীন্দ্রনাথকে রাখার। কবি ইশিতা ভাদুড়ীর কবিতার সাথে সাথে প্রতি পাতায় কাজী অনির্বাণের ইলাস্ট্রেশান।
কফি টেবিল বুক ‘রবীন্দ্রনাথ’ সৃষ্টিসুখ থেকে পাওয়া যাবে ২০১৪-র কলকাতা বইমেলায়।