Blog

সৃষ্টিসুখ ই-লাইব্রেরি

কিছুদিন আগে এক বন্ধু বলেছিলেন, বই পড়াটা সাবস্ক্রিপশান বেসড হওয়া উচিত। গ্রামের লাইব্রেরিতে সামান্য কিছু চাঁদার বিনিময়ে বই পড়াটা তো সাবস্ক্রিপশান বেসড-ই ছিল। ‘ছিল’ বলছি, কারণ এখন আর সেই গ্রামের লাইব্রেরিতে বসে বই পড়ার সময় বা সুযোগ কই? এখন আমরা ভুবনগ্রামের বাসিন্দা — ল্যাপটপ, মোবাইল ফোন, ট্যাবে সেঁটে আছি ইন্টারনেটের মহিমায়। তা সৃষ্টিসুখ সেই সুবিধাটাই বই পড়ার কাজে লাগাতে চাইছে।
পাঠকবন্ধু, আপনাদের জন্যে রইল আমাদের ই-লাইব্রেরি। সৃষ্টিসুখ প্রকাশিত বইগুলি থেকে নির্বাচিত কিছু বই প্রতিমাসে আমরা হাজির করব এই পাতায়। সামান্য কিছু গ্রাহকচাঁদার বদলে বইগুলো অনলাইন পড়তে পারবেন।

সহজ করে বলি।
১ — সৃষ্টিসুখ-এর সাইট থেকে আপনার মাসিক গ্রাহকচাঁদা কিনুন।
২ — নিজের নাম ও মেল আইডি রেজিস্টার করুন।
৩ — সাইটে লগইন করে নিচে দেওয়া ই-লাইব্রেরির লিংক থেকে বই পড়তে থাকুন।
৪ — কোনও সমস্যায় মেল করুন sristisukhprokashan@gmail.com-এ।
৫ — একমাস শেষ হলে নিজের সময় ও পছন্দ মতো গ্রাহকচাঁদার জন্যে পেমেন্ট করুন। ব্যাপারটা প্রিপেড, অতএব মাস শেষ হলে আপনাকে বিল হাতে তাড়া দেব না, নিশ্চিন্ত থাকুন।

সৃষ্টিসুখ-এর ভার্চুয়াল লাইব্রেরি বানানোর এই প্রয়াসে পাঠকবন্ধুরা পাশে থাকুন।

http://sristisukh.com/ss_wp/e-book-of-the-month/

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>