নামই বইটাকে চিনিয়ে দেয়। আমাদের বর্তমান সময়ের বিভিন্ন সংকটের এমন দরদী উপস্থাপনা প্রশংসার দাবিদার। বিষয় বৈচিত্র্যের সাথে সাথেই প্রতিটা গল্পের পরতে পরতে মিশে আছে উইট, হিউমার, সাসপেন্স এবং সর্বোপরি ঝরঝরে ভাষায় নিটোল গল্প বলে চলা। অনিরুদ্ধ সেনের 'ভালোমানুষের গপ্পো' কলকাতা বইমেলা ২০১৪-য় পাওয়া যাবে সৃষ্টিসুখ থেকে।
ভালোমানুষের গপ্পো-অনিরুদ্ধ সেন
