Blog

পাখিদের সমস্ত সাজ-তাপস কুমার লায়েক

মাঝে মাঝে কেউ কেউ প্রশ্ন করেন না, কোনও নির্জন দ্বীপে নির্বাসনে গেলে কোন বইগুলো নিয়ে যাবে সঙ্গে?  ২-৩টে কবিতার বই নিয়ে অবশ্যই যাওয়া উচিত। তালিকায় যে বইটা যে কোনওদিন থাকবে, সেটা হল তাপস কুমার লায়েকের ‘পাখিদের সমস্ত সাজ‘। তাপসদার (কবির সঙ্গে পরিচয়ের মওকা পাইনি এই বইয়ের কবিতাগুলোর বাইরে, তবুও ‘তাপসদা’… বড় আপনজন সে) কবিতা পড়তে পড়তে মাঝে মাঝেই ভাবি, অগ্রন্থিত কত কবিতা বাইরে রয়ে গেল। পড়ার সুযোগ হল না। অকালপ্রয়াত এই কবিকে পাঠক মনে রাখলেন না দেখে আক্ষেপও হয়।

যাই হোক, ‘পাখিদের সমস্ত সাজ‘ বইটিতে আছে সারেঙ ও ব্যালেরিনা জল, তুমি এই মহাদেশ, বৃষ্টি ও তামাকের ঘর, নাও, L14B কবিতা সংকলনের কবিতাগুলি। বইটি সম্পাদনা করেছেন নয়ের দশকের আরেক কবি রাজর্ষি চট্টোপাধ্যায় (যিনি উদ্যোগ না নিলে বইটি হত না) এবং মিতুল দত্ত। আর এই সঙ্গে কৃতজ্ঞতা তাপসদার স্ত্রী বিবিদিকে (বসু)। উনি প্রতি পদে সাহায্য করে গেছেন — বইয়ের পরিকল্পনা থেকে মোড়ক উন্মোচন পর্যন্ত। আগ্রহী পাঠক সংগ্রহ করতে চাইলে ক্লিক করুন এখানে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>