…এই তো নিরুপদ্রবে কতজন মশারি খাটাল
আলো নিভিয়েও খুঁজে নিল প্রবেশের পথ
সিঁড়ির পরে সিঁড়ি নামতে থমকাই
যদি সব সিঁড়ি আগে নেমে চলে যায়
যদি নিয়ে যায়
নামার নিশ্চয়তাটুকুও –…
সৃষ্টিসুখ থেকে প্রকাশিত হতে চলেছে শুদ্ধসত্ত্ব ঘোষ-এর কবিতা সংকলন ‘ভীষণ গোপনে বেঁচে আছি’। বইটির প্রচ্ছদ করেছেন পার্থপ্রতিম দাস।