সাম্প্রতিক কালের যাদের লেখা মন কাড়ছে, তাঁদের মধ্যে একজন তার ঋজু, ভনিতাহীন লেখায় সহজেই সবার মন জয় করে নিয়েছেন, তিনি শ্রাবণী দাশগুপ্ত। অধিকাংশ গল্পের কেন্দ্রে নারী চরিত্র থাকলেও তাঁর কলমে জোর করে চাপিয়ে দেওয়া নারীবাদ নেই। যা ঘটে, যা স্বাভাবিক তা নিরপেক্ষ লিখে যান তিনি। বিশ্লেষণ সুতীক্ষ্ণ, চরিত্রচিত্রণ বুদ্ধিদীপ্ত, বর্ণনা নির্মেদ। এমন বই প্রকাশ করার জন্যেই সৃষ্টিসুখ প্রকাশন শুরু করেছিলাম আমরা।
শ্রাবণী দাশগুপ্ত-র গল্প সংকলন ‘বাইফোকাল’ প্রকাশিত হচ্ছে সৃষ্টিসুখ থেকে, কলকাতা বইমেলা ২০১৫-য়।