সৃষ্টিসুখ প্রকাশনের আগের সাইটটা দেখতে বেশ ভালোই ছিল। ইন ফ্যাক্ট, আমাদের বেশ কিছু জনপ্রিয় বইয়ের লেখকরা স্বীকার করেছেন, সাইট দেখেই তাঁরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। কিন্তু এসব ৩-৪ বছর আগের কথা। এখন যুগ বদলেছে, তাই সাইটও বদলাতে হল। এল সৃষ্টিসুখ-এর নতুন সাইট। ঠিকানা একই আছে -- www.sristisukh.com তা এই সাইটে কী আছে? ১ -- প্রথম পাতায় কিছুদিন অন্তর একটা নির্বাচিত বইকে Featured Book হিসাবে আলাদা গুরুত্ব দিয়ে বিজ্ঞাপিত করা। ২ -- একটা ব্লগ, সেখানে মূলত আমাদের লেখকদের সাক্ষাতকার বা আমাদের প্রকাশনার গল্প-সংবাদ-বিজ্ঞাপন থাকবে। যেমন আজ প্রকাশিত হয়েছে সঙ্গীতা দাশগুপ্ত রায়-এর সাক্ষাতকার। ৩ -- আমাদের নিজস্ব অনলাইন স্টোর। খুব দরকার ছিল।...