এই বইয়ে সংকলিত নয় নভেলা নয়টি ভিন্ন ভিন্ন কাহিনির আধার। তবে মানুষের মনের গভীর গোপন জায়গা ছুঁয়ে যাওয়ার সংবেদনায় তারা সম্পর্ক রেখে চলে। কখনও কাহিনিতে জড়িয়ে থাকে ভিন্ন ধর্মের এক দেশে একটি গির্জার মিশনারি মেয়েদের সংকট। অন্য কাহিনিতে সময়ের স্রোতে আবছা হয়ে যাওয়া ইতিহাসের অকথিত কথন। দুই বেগমের ঈর্ষা, ভালোবাসা ও বেদনার কথা। কোথাও আবার ধ্রুপদী সংগীতের ওস্তাদজি বিদেশে গিয়েও খুঁজে বেড়ান তার তরুণ বয়সের প্রেমিকার ঠিকানা। কখনও বাংলাদেশ ছেড়ে চলে আসা ভাতের হোটেলের রাঁধুনির মন হাতড়ে বেড়ায় তার ফেলে আসা গ্রাম। কোনও লেখায় প্রেমের সজীব পৃথিবীতে ভয়ংকর সত্য নিয়ে হাজির হয় এক চিঠি। প্রতিটি কাহিনির পরতে পরতে জড়িয়ে রয়েছে ঘোরলাগা এক গদ্যের বুনোট যা আচ্ছন্ন করে। সেসব লেখা অকুণ্ঠ উচ্চারণে এমন সব সত্য বলতে পারে যাতে চমকে উঠতে পারেন পাঠক। একই সঙ্গে মায়া ও নির্মমতা, বাস্তব ও অলীক সেখানে হাত ধরে হাঁটে। কাহিনি আর শুধুমাত্র কাহিনি থাকে না। তীব্র এক বোধ ছড়িয়ে দেয় মনে। সময় প্রাচীন হোক বা আধুনিক, এইসব লেখা জীবনের এক অন্যতর ব্যাখ্যা ও ব্যঞ্জনা বড়ো অনায়াসে স্পর্শ করে।
নয় নভেলা
₹299.00
সাগুফতা শারমীন তানিয়ার নয়টি নভেলার সংকলন
Be the first to review “নয় নভেলা”