কল্যাণী রমার জন্ম ঢাকায়। ছেলেবেলা কেটেছে রাজশাহি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ভারতের খড়্গপুর আই আই টি থেকে ইলেকট্রনিক্স এ্যান্ড ইলেকট্রিকাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং-এ বি টেক করেছেন। এখন আমেরিকার উইসকনসিনে থাকেন। অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সিনিয়র ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করছেন ম্যাডিসনে। প্রকাশিত বই: আমার ঘরোয়া গল্প, হাতের পাতায় গল্পগুলো (অনুবাদ) – ইয়াসুনারি কাওয়াবাতা, রাত বৃষ্টি বুনোহাঁস (অনুবাদ) – অ্যান সেক্সটন, সিলভিয়া প্লাথ, মেরি অলিভারের কবিতা, মরণ হ’তে জাগি (অনুবাদ) – হেনরিক ইবসেনের নাটক, রেশমগুটি, জলরঙ, দমবন্ধ। রান্নাবান্না আমাদের দৈনন্দিন জীবনের মূলে। রান্নার সঙ্গে জড়িয়ে আছে আমাদের ছেলেবেলা, আমাদের শিকড়, আমাদের শিকড়হীনতা, আমাদের স্বাধীনতা যুদ্ধ, আমাদের ধর্ম, আমাদের সমাজ, আমাদের ফুলের ফসল… বাংলাদেশের সমাজে রান্নাবান্নার সাথে জড়িয়ে আছে প্রধানত মেয়েরা এবং তাদের সুখ-দুঃখের জীবন। কিন্তু রান্নাঘরে রান্না করাটুকুই কি জীবনের সবটুকু? জীবনের শেষটুকু? এই বইতে পাঠকের সঙ্গে একান্ত আলাপচারিতায় উত্তর খোঁজার প্রয়াস নিয়েছেন লেখক।
লবঙ্গ এলাচ দারচিনি
₹249.00
কল্যাণী রমার গদ্য সংকলন
Be the first to review “লবঙ্গ এলাচ দারচিনি”