অনেকে নানা জায়গায় ভ্রমণে যান, কিন্তু সত্যেন যেতে পারতেন না অর্থের অভাবে, তাই একদিন সাইকেল নিয়ে বেরিয়ে পড়লেন পুরীর পথে। তারপর সাইকেলেই দার্জিলিং, হরিদ্বার। প্রায় সারা ভারত তিনি ঘুরে বেড়ালেন দু-চাকা সম্বল করে। সেই অভিযান তিন চাকার দুঃসাহসিকতায় পৌঁছে গেল যখন স্ত্রী ও মেয়েকে রিকশায় চাপিয়ে চলে গেলেন রোটাং পাস। এবং তারও পরে রিকশা নিয়েই পৌঁছে গেলেন লাদাখ। একবার নয়, পরপর তিনবার। তৈরি হল ‘লাদাখ চলে রিকশাওয়ালা’ শব্দবন্ধটি। এখনও রিকশা চালিয়েই জীবিকা অর্জন করেন। কিন্তু নিজের পরিচয়কে নিয়ে গেছেন এমন উচ্চতায়, যেখানে পাহাড় ছাড়িয়ে আকাশ মাপা যায়। সত্যেন দাসের ভ্রমণ ও অভিযানের বিচিত্র অভিজ্ঞতা নিয়ে এই বই।
লাদাখ-চলা রিকশাওয়ালা
₹249.00
Be the first to review “লাদাখ-চলা রিকশাওয়ালা”