সৃষ্টিসুখ প্রকাশন থেকে প্রকাশিত শৌর্যদীপ গুপ্তের বাংলা গজল।
এতদিন বাংলা গ়জ়লের যে দুর্বল প্রতিলিপি দেখে আমরা বাংলা গ়জ়লের ধারণা গড়ে তুলেছি, গ়জ়ল আসলে তা নয়। এ হল অনুভূতি আর গণিতের নিক্তিবোধের সবচেয়ে উৎকৃষ্ট ও কঠিনতম সংরূপ। একে উর্দু-আরবি-ফারসি ছাড়া অন্য ভাষায় ধারণ করতে গেলে আধারের দৈনতা বড়ো বেশি চোখে পড়ে। বাংলার চলিত রীতির মধ্যে সবরকম শব্দকে নিজের তরঙ্গে শামিল করার গুণটি থাকায়, তা ছাড়া বাংলা শব্দভাণ্ডারের অনেকটাতে আরবি-ফারসি থাকায়, এই ভাষায় গ়জ়ল লেখার চেষ্টা কেউ কেউ করেছেন। প্রকরণগত দিক থেকে সেই চেষ্টার সার্থকতর নিদর্শন হিসেবে ‘বাংলা গ়জ়ল’ গ্রন্থের এই লেখাগুলিকে ধরা যায়। উপযুক্ত ছন্দচয়নের মতো দুরূহ কাজ থেকে শুরু করে গ়জ়লের সংরূপকে বাংলার মেজাজে গড়ে নিতে পারার চেষ্টাটি যথেষ্ট প্রশংসাযোগ্য। তবে গ়জ়ল আঙ্গিকের মৌলিক বৈশিষ্ট্যের একটি হল, সরাসরি পাঠকের হৃদয়কে দ্বান্দ্বিক করে তোলা। সেই বৈশিষ্ট্যে এই লেখা মণ্ডিত কিনা তা জানে শুধু পাঠক-হৃদয়।


Be the first to review “বাংলা গজল”