সে অনেক বছর আগের কথা। এতদিনে বড়ো আশ্চর্যের বিষয় হল, কেন জানি না, পত্র পত্রিকায় বের হলেও প্রণবদা নিজের কাব্যগ্রন্থ প্রকাশে আগ্রহ দেখাননি। অথচ তাঁর কবিতা আমাদের মুগ্ধ করেছে, কতবার চমৎকৃত হয়েছি তাঁর কাব্য পঙক্তিতে। যখন তিনি লিখেছেন “তিনটি আলোকস্তম্ভে লটকে আছে তিন শতাব্দী” বা “সংসারের গালে যেন টোকা না পড়ে।” নিজেকে তিনি প্রশ্ন করেছেন “যা পেয়েছিস সবের জন্য যোগ্য ছিলিস কি?” ছোট ছোট টুকরো কবিতায় জীবনের মায়া জড়িয়ে মাঝে মাঝেই যেন মোমবাতি জ্বালিয়ে চলেছেন ‘যাপন চিত্র’ সিরিজটিতে, মন করতালি দিয়ে উঠেছে এসব কবিতা পড়ে। “আনন্দ করো, আনন্দ করে বাঁচো” – লিখেছেন প্রণবদা।
— মৃদুল দাশগুপ্ত
Be the first to review “প্রণয়রাংতা”