অথবা এই প্রাচীন বহন… ছড়িয়ে ছিটিয়ে স্প্লিনটার
একে তুমি বিরোচিত পদক্ষেপ ভাবো!
মৃত্তিকা খনন চলছে দূরে কোথাও….
পরিধি মেপে দিচ্ছে স্কেল।
আসলে দাবি বলে কিছু নেই, হয় না —
এমনটাই বুঝিয়ে দিয়েছে দেয়ালের শেষ পিঠ।
আর বঞ্চিত মানুষগুলোকে বিনম্র তুমি শেষপর্যন্ত জানিয়েই দিলে —
জীবনের আর এক নাম বুলেট!
Be the first to review “চেকপোস্টে সন্ধ্যা নেমে এলে”