“আমি বিনয়ী নই, আমি উদ্ধত নই, আমি ভিক্ষুক নই, আমি উন্নাসিক নই, আমি শুধু জানি আমার যতটুকু একটা নির্দিষ্ট বয়স অবধি দেওয়ার ছিল, সেটুকু আমি দিয়েছি। ব্যর্থতা আছে, সাফল্য আছে, আনন্দ আছে, প্রেম আছে, যা যা থাকতে পারে সবকিছু সমেত আমি অত্যন্ত সাধারণ একজন ছোটগল্পকার, যাকে কিছুটা পাঠকের কাছে আনতে সাহায্য করেছে সৃষ্টিসুখ।”
— নির্মাল্য সেনগুপ্ত
Be the first to review “ঈশ্বর যখন নাস্তিক”