শ্রাবণী লেখার জাদুকরী। দুটো শব্দ দিয়েও পরিস্থিতিকে বোঝাতে সক্ষম। তাই শব্দের ভেতরের মানে খোঁজার জন্য মন আর বুদ্ধি দুটোই সমান তালে না চালাতে পারলে গল্পের আমেজে পৌঁছতে পারবেন না। প্রত্যেকটি গল্প বেশ সুন্দরভাবে বোনা হয়েছে — চিন্তা বা যাকে বলে আইডিয়া আর তার সাথে সুযোগ্য শব্দের মেলবন্ধন প্রত্যেকটা গল্পের এক্স ফ্যাকটর। পরিবেশ বা ঘটনা সাধারণ হলেও, একটা অন্য মাত্রা এসেছে শুধু লেখার মুন্সিয়ানাতে। আমি শ্রাবণীর আগের গল্প সংকলনও পড়েছি, তাই খুব নিশ্চিন্ত হয়ে বলতে পারি, এই সংকলনে তার গল্প বলার প্রকাশভঙ্গি অনেক সহজ হয়েছে, যদিও তার পরিবেশনা ও বক্তব্য তার লক্ষ্যভেদে স্থির রয়েছে। এটা পরিপক্কতার লক্ষণ।
— হিমাদ্রী শেখর দত্ত
Be the first to review “বিষমবাহু”