তড়িতের অধিকাংশ গল্পই এভাবে মানব জীবনের ইতিহাসের প্রেক্ষিত থেকে উঠে আসা। কোনও কোনও গল্পের অভ্যন্তরে আবার দ্রুত বদলে যেতে থাকে একে একটি প্রেক্ষাপট, যা পাঠককে বিস্মিত করে, করে বিপন্ন। তড়িতের গল্প শিক্ষিত মধ্যবিত্তের ছুটির দুপুরের ভাতঘুম কিংবা বাণিজ্যিক পত্রিকা ও টেলিভিশনের বোকা বিনোদনকে ভেঙেচুরে দাঁড়িয়ে থাকে এক বিপ্রতীপ আলোর বিন্দুতে। এই গল্পগ্রন্থটি বাংলা সাহিত্যের দিগন্তকে আরও প্রসারিত, আরও আলোকিত করেছে, এ বিষয়ে সংশয়ের কোনও অবকাশ থাকে না।
— সৈয়দ হাসমত জালাল
Be the first to review “নিদয়া সংসারের গল্প”