এই বইয়ের ভালো লাগার দিকগুলি হল —
১) পাতার পর পাতা জুড়ে আঁকা দুর্দান্ত রঙিন ইলাস্ট্রেশন।
২) অসাধারণ সংলাপ এবং সাথে স্পিচবক্সে icon-এর খুব সুন্দর ব্যবহার।
৩) টানটান কাহিনি — যাতে অ্যাডভেঞ্চার আছে, হিউমার আছে আর আছে খুব সুন্দর একটা গল্প। এই কাহিনি একবার পড়া শুরু করলে শেষ না করে রাখা মুশকিল!
৪) বইয়ের পাতার কোয়ালিটি — দারুণ! গ্লসি পেজ এবং খুব ভাল প্রিন্টিং।
৫) সবশেষে একটা দুর্দান্ত মৌলিক কমিক্স এবং সাথে একদম নতুন চরিত্র হিসাবে প-ফ কে পাওয়া।
এরকম কাজের মান যদি শিল্পী ধারাবাহিকভাবে বজায় রাখতে পারেন, তাহলে এই কমিক্স সিরিজের ভবিষ্যৎঅত্যন্ত উজ্জ্বল।
এই বইয়ের খারাপ লাগার দিকগুলি হল –k
বড্ড তাড়াতাড়ি শেষ হয়ে গেল এত ভালো কমিক্সটি। এখন পরের সংখ্যার জন্য বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে।
— সোনাল দাস
Be the first to review “প-ফ”