এসব বই প্রকাশের জন্য় প্রকাশকের জেল আর লেখকের ফাঁসি হওয়া উচিত। কিন্তু দেবেটা কে? বইটা পড়ে তো আর হাসিই থামাতে পারছে না তারা।
আর, এসব আখ্যানের কোনও ব্যাখ্যা হয় না। সকলের ছেলেমেয়র সঙ্গেই এসব ঘটে, কিন্তু পাছে গোপন কথা ফাঁস হয়ে যায় ভেবে আমরা লিখি না।
পৃথিবীতে আসার পর যা বাঁদরামো, গরুমো, গাধামো করেছি সব এক জীবনেই ফিরে আসে। সবার পরিবারেই একটা টায়রা বা টিয়া থাকে। তাদের খুঁজে পাবার জন্যই এই সংকলন।
প্রচ্ছদ ও অলংকরণ ঃ জয়ন্ত বিশ্বাস
Be the first to review “অ্যাইসি কি ত্যাইসি”