চারটি পদে রচিত হয়েছে এই কবিতা সংকলনের সমস্ত কবিতা। জীবনচর্যা থেকে উঠে আসা কবিতাগুলো তাই চিহ্নিত হয়েছে চার(যা)পদ নামে। অলোক পুষ্পপুত্রের এই বইটি থেকে দু-তিনটি কবিতা পড়া যাক।
প্রস্তুতি
পতিত ভূমিতে কেউ করেনিকো চাষ
চলো দোঁহে বীজ বুনি, তুলে ফেলি ঘাস
আকাশে ঘাসের ধোঁয়া… বীজতলা সার
জ্যোৎস্নায় ভেসে যাক যৌথখামার
আবহমান
কুম্ভে ভাসে লজ্জা কর্ণপরিচয়
কণ্বাশ্রমে পোয়াতি, গুপ্ত প্রণয়
হাজারো কাহিনি— পুরাণ, বর্তমান
মহাভারতের পাশে ঘুমায় দারোয়ান
আশ্বাস
রাত্রি নিশুতি হলে নেমে আসে অক্ষর
আকাশগঙ্গায়— কবিতা হয় না, তথাপি
দু-একটি খেচর ডানা ঝাড়ে, উজাগর
কবিকে বাঁচায় ঘুমন্ত বুকের ভিতর
Be the first to review “চার(যা)পদ”