কালো পাথরের বাড়ি

299.00

বাংলা কবিতা ও তার চর্চার ইতিহাস সম্পূর্ণ তো নয়ই, কখনও তা বিস্মৃতও বটে। ফলে কিছু প্রচলিত স্বর প্রতিনিধি হয়ে ওঠে। কিন্তু এ সমুদ্রে একা জেগে থাকে কিছু লাইটহাউস। পথ দেখানো আর পথ খোঁজার দুর্মর আগ্রহে। সব্যসাচী স্যান্যাল গত দেড় দশকের বাংলা কবিতা চর্চার সেরকমই এক স্বতন্ত্র লাইটহাউস। আবহমানের ইতিহাস থেকেই তিনি তাঁর চালিকাশক্তি অর্জন করেছেন। কিন্তু তাঁর উপার্জন ভিন্ন। সে তাঁর নিজস্ব স্বর। নিজস্ব নিরীক্ষা। আপন অভিজ্ঞান। ‘কালো পাথরের বাড়ি’ তাই দু-মলাটে জেগে থাকা সময় ও সময়ের ভাঙাগড়া। পর্ব থেকে পর্বান্তরে পাঠক যেমন পাবেন আলাদা কাব্যগ্রন্থের খোঁজ, তেমনই বুঝবেন একজন কবি কীভাবে নিজেরই নির্মিত ভাষা অতিক্রম করে যাওয়ার চেষ্টায় খুঁজে পাচ্ছেন নতুন ভাষার ঘরবাড়ি। একই সঙ্গে পূর্বসূরি কবিদের সম্পর্কে তাঁর অভিমতও ধরা দিয়েছে আলোচিত কিছু গদ্যে। বাংলা কবিতা ও কবিতাচর্চার ক্ষেত্রে এই বই তাই নিজেই এক লম্বা সফর।