নয়ের দশক আমাদের অনেকের কাছেই এক সেতু। যে-সেতুর ওপারে পড়ে আছে আমাদের শৈশবের বিস্ময়। কৈশোরের ক্রিকেট ব্যাট। কিংবা যৌবনের গোড়ায় লুকিয়ে রাখা প্রেমপত্র। সে জীবন জানে আমাদের প্রথম সবকিছু। আর এ-পারে রয়ে আছে কেজো-ঘেমো ব্যস্ততা। অর্থ আর অনর্থের অহরহ দ্বন্দ্ব। এর মাঝেই জীবন চলে গেছে কুড়ি কুড়ি বছরের পার। আর সেই পারে দাঁড়িয়ে আমরা যেন অন্তরে টের পাই মাথুর। মনে হয়, আমাদের গেছে যে দিন, একেবারেই কি গেছে! অঙ্কের হিসেব তাই বলে বটে, তবু মন মানতে চায় না। আর তাই জীবনের এই পারে দাঁড়িয়ে আমাদের ইচ্ছে করে সেই নব্বইয়ের নিখোঁজপুরে পাড়ি দিতে।
এ কাহিনির লেখক অরিজিৎ চৌধুরী আমাদের অনেকের হয়েই যেন সেই নিখোঁজপুরের সন্ধান করেছেন। এ কাহিনি বিচ্ছেদের। সময়ের এবং সময়ের ভাঙচুরের। এবং শেষমেশ এ কাহিনি আমাদের জীবনের। যা বহতা, তবু কখনও সখনও কাহিনির ফ্রেমে এভাবেই বাঁধা পড়ে যায়। প্রকাশিত সৃষ্টিসুখ প্রিন্ট থেকে।
প্রচ্ছদ — অভিব্রত সরকার
Be the first to review “নিখোঁজপুর নব্বই”