বর্ষীয়ান সাহিত্যিক শ্রী কিশোর ঘোষালের এই গল্প সংগ্রহটা ব্যতিক্রমী একটি প্রয়াস বইকি! কলমচি ব্রাত্য বিষয় ও ব্রাত্যজনের জীবনকে তুলে নিয়েছেন কলমে। উঠে এসেছে পরশ, ধুলি, মনা, জিতেনের মেয়ে, ফটিক, হীরালালজির মত সেই অজস্র চরিত্ররা— শহরের আলোকিত রাজপথে, অন্ধকার গলিতে, বস্তিতে, হাইরাইজে, রুটের বাসে, লোকাল ট্রেনে যাদের দেখা মেলে; ঋদ্ধ বাঙালিমানস যাদের জীবনকে সযত্নে এড়িয়ে গিয়ে পিরামিড বা মহাকাশের গভীরে কিংবা তান্ত্রিকের অজাচারে জীবন ও বাস্তবতার অনুসন্ধানে উপস্থিত ব্যস্ত। এবং প্রকাশককেও ধন্যবাদ। সাহস করে বইটায় পুঁজি এবং নিজেদের লোগো বিনিয়োগ করছেন বলে। এই মুহূর্তের বাণিজ্যসফল বাংলা সাহিত্যের প্রেত, রাক্ষস ও ভিনগ্রহীদের কল্পজগতে বাস্তবজীবনের এই ছবিগুলোকে চোখে আঙুল দিয়ে দেখাবার সাহস খুব কম প্রকাশনেরই হবে।
– দেবজ্যোতি ভট্টাচার্য
Be the first to review “দশে দশ”