‘চালচিত্র’ নামে তরুণ লেখক-লেখিকাদের একটি সংকলন এ-বছরের বইমেলায় প্রকাশ হচ্ছে জেনে খুবই আনন্দ পেলাম।
আমাদের সময়ে এইসব ছিল না। বর্তমানে উদীয়মানদের সত্যই সুবর্ণ যুগ।
সেকালে কত প্রতিভা যে অঙ্কুরেই বিনাশ হয়েছে তার কোনও হিসেব কারও কাছে নেই। এখন এই সব পত্র-পত্রিকা প্রকাশের কারণে নিত্য নতুনের আবির্ভাব হচ্ছে। ভালোও লাগছে। তার চেয়েও ভালো লাগছে যে কারণে তা হল সবার হাতেই এখন পাকা কলম।
সকলের জয় হোক।
– ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
—————-
চালচিত্র (কবিতা ও গদ্যের সংকলন)
সম্পাদনা – সুচন্দ্রা মুখোপাধ্যায়, অন্তরা রায়
প্রচ্ছদ – অভিব্রত সরকার
Be the first to review “চালচিত্র”