মকশোর বাক্স

199.00

সঙ্গীতা দাশগুপ্তরায়ের গল্প সংকলন।

এই সময়ের অন্যতম গল্পকার সঙ্গীতা দাশগুপ্তরায়। তাঁর রচনার ক্যানভাসটি প্রসারিত, বহুরঙের মিশেল সেখানে। গেরস্থালির চাবি থেকে সম্প্রীতি, ক্লস্ট্রোফোবিয়া থেকে কন্যাভ্রূণ হত্যা – এরকম ভিন্নতর বিষয় তিনি সন্নিহিত করেন এ-সংকলনে। তাঁর মুনশিয়ানা এই যে, কখনও সেই বিষয় তাঁর শৈলীকে ভারাক্রান্ত করে না। গদ্যের সহজ ও স্বচ্ছন্দ চলনকে আটকায় না। ফলে দিনের শেষে একটি নিটোল গল্পই উপহার পান পাঠক। আর সেইসঙ্গে বোধের ভিতর খেলা করতে থাকে অন্তর্নিহিত ব্যঞ্জনাটুকু। নির্মাণ পেরিয়ে সৃষ্টির দিকে এই অভিযাত্রায় সঙ্গীতা ইতিমধ্যেই বহুজনের প্রশংসা পেয়েছেন। বহু রসিক পাঠকের নিবিড় পাঠে জায়গা করে নিয়েছে তাঁর গল্পেরা। অন্তরের তাগিদ আর পাঠকের টানেই পুনরায় কাগজ-কলম টেনে নেন তিনি, আর একদিন খুলে দেন তাঁর ‘মক্সোর বাক্স’র ডালাখানা। আশা করি, পাঠক এ উপহারে খুশিই হবেন।