প্রেম এক অতীন্দ্রীয় অনুভূতি। কেবল সম্পর্কই যে তা ধারণ করতে পারে, তা নয়। সমাজনির্দিষ্ট সম্পর্কের চিরচেনা সমীকরণ আর বিশেষণের বাইরে গেলেই যে আবার তাকে দুয়ো দিতে হবে, তা-ও নয়। প্রেম প্রেম-ই। যা আলো দেয়। যা মানুষকে ফিরিয়ে দেয় আলোর সমীপে। নারী-পুরুষ যখন হৃদয়ে ছুঁয়ে ফেলেন প্রেমের শীর্ষবিন্দু, তখন চেনা কাঠামোর সকল অভিধা খসে পড়ে। জেগে থাকে অনির্বচনীয় আলো। এই আলোর সন্ধানেই এগিয়ে চলেছে মানবসভ্যতা। বস্তুত প্রেম যেন সেই নদী, যা আপন তটে সভ্যতা ধারণ করতে পারে। এভাবেই সম্পর্কের জন্ম হয়। কিন্তু সম্পর্কের অধীন হয়ে প্রেম থাকতে পারে না। এই বইয়ের দুই উপন্যাসে সে কথাই আখ্যানের বিস্তারে প্রতিষ্ঠা করেছেন বিতস্তা ঘোষাল। কখনও মনে হয়, তা পরকীয়া। কখনও মনে হয় সীমারেখা পেরিয়ে গেলেই বোধ হয় তা চেনা ধারণার কাছে দোষের হয়ে উঠবে। কাহিনিকার সফল নিয়ন্ত্রণ এবং সংযমে তাঁর চরিত্রদের এই পরীক্ষার মধ্যে ফেলেছেন, যাচাই করে নিয়েছেন, এবং শেষমেশ পৌঁছে দিয়েছেন প্রেমের অগ্নিশুদ্ধিতে– যেখানে কেবল আলোর সাম্রাজ্য। এই বই তাই সম্পর্কের উদযাপন নয়, বরং প্রেমের আলোকিত উপাখ্যান।
আলোর উপাখ্যান / বিতস্তা ঘোষাল
₹179.00
Be the first to review “আলোর উপাখ্যান / বিতস্তা ঘোষাল”