রোহণ কুদ্দুসের ‘রাজদ্রোহ’ বইটি সম্পর্কে শ্রদ্ধেয় সাহিত্যিক অমর মিত্র লিখেছিলেন —
সৃষ্টিসুখ প্রকাশিত এই বইটি অস্ট্রিয়ার এক উচ্ছিন্ন যুবকের ফুয়েরার হয়ে ওঠার কাহিনি। প্রথম বিশ্বযুদ্ধ, বিয়ার বার বিদ্রোহ, নাজি দলের জন্ম, ইতিহাসের সেই মর্মন্তুদ অধ্যায় এই বইয়ে অনুপুঙ্খ বিবৃত। ইতিহাসে নিষ্ঠাবান লেখক। আর একটি সাধারণ যুবক, যে কি না শিল্পী হবে এই স্বপ্ন লালন করত মনে, সে কীভাবে মহাপরাক্রান্ত স্বৈরাচারী এক শাসক হয়ে উঠল, লক্ষ লক্ষ নিরূপায় মানুষের হত্যাকারী হয়ে উঠবে তা বিশ্লেষণ করেছেন লেখক। এই বই ফুয়েরার হয়ে ওঠা পর্যন্ত। এর পরের খণ্ডের জন্য অপেক্ষা করে থাকলাম। রোহণ কুদ্দুসকে অভিনন্দন।
Be the first to review “রাজদ্রোহ”