বহুবিচিত্রধারার মধ্যে দিয়েই এক-একজন কবি তাঁদের সোনালিরেখার ছাপ রেখে যান নিজস্ব সৃষ্টির চরাচরে। একজন কবিই পারেন এইসব সৃষ্টির ভেতরবাড়ির গূঢ় অনুভূতিগুলো খুঁড়ে খুঁড়ে তুলতে। আটের দশকের বিশিষ্ট কবি ও আলোচক উমাপদ কর, তাঁর কবিতার চিন্তনে, মননে, নির্মাণে, ভাষা-ভাবনায়, যেমন নিত্য নতুনের সঙ্গী, তেমনই নিজেকে চিহ্নিত করতে সক্ষম হয়েছেন কবিতার একজন নিবিড় পাঠক হিসাবেও। স্বভাবত তাঁর কবিতা এবং গদ্য সমানভাবে অনুভূতিঋদ্ধ। তাঁর প্রতিটি পাঠ-অভিজ্ঞতা থেকে উঠে আসে নতুনভাবে দেখার বাঁক-ইশারা।
এ গ্রন্থে তিনি নির্বাচন করেছেন আবহমান বাংলা কবিতার এমন তেরোজন কবিকে, যাঁরা তাঁদের সময়ে দাঁড়িয়ে স্বতন্ত্রভাবনায়, আঙ্গিকে, প্রকরণে একে অন্যের থেকে ভিন্ন। যেন তেরোটি ভিন্ন আকাশ। আলোচক হিসাবে তিনি সেই স্বতন্ত্রতার চিহ্নগুলোই তুলে ধরতে চেয়েছেন তাঁর নিজস্ব ভাষাকৌশল দিয়ে। পাঠক একাত্ম হলেই এই আয়োজনের সার্থকতা।
রইল অপেক্ষা।
যে তেরোজন কবিকে নিয়ে এ বইটিতে আলোচনা করা হয়েছে–
মণীন্দ্র গুপ্ত
শম্ভুনাথ চট্টোপাধ্যায়
রঞ্জিত সিংহ
স্বদেশ সেন
দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়
নারায়ণ মুখোপাধ্যায়
সুশীল ভৌমিক
উৎপলকুমার বসু
মঞ্জুষ দাশগুপ্ত
ভাস্কর চক্রবর্তী
কমল চক্রবর্তী
শ্যামল সিংহ
বীতশোক ভট্টাচার্য
Be the first to review “আবহমান পাঠ – তেরো আকাশ”