বাঙালির মননে লীন হয়ে আছেন রবীন্দ্রনাথ। সেই সহজপাঠের দিনকাল থেকে যাপনের নানা অনুষঙ্গে তাঁর অবধারিত উপস্থিতি । তবু কি আমরা চিনেছি রবীন্দ্রনাথকে? তেমন করে! তাঁর প্রেম, তাঁর আমির আবরণ মোচনের সাধনা, তাঁর দুঃখকে সৃষ্টিতে রূপান্তরের আয়াস কি আমরা তেমন করে অনুধাবন করতে পারি! পারি না বেশিরভাগ সময়ই। কারণ, রবীন্দ্রনাথ নামক ধারণাটির গভীরে প্রবেশ করতে গেলে প্রত্যেকেরই কিছু ‘উপার্জন’ থাকা আবশ্যক। সেই মনন, অনুভূতি, বোধ না থাকলে রবীন্দ্রনাথকে আবিষ্কার হয়তো খণ্ডিতই থেকে যায়। এই বইয়ে, লেখক শুভ চক্রবর্তী সেই উপার্জনের রাস্তাটাই নিজে খুঁজেছেন, সন্ধান দিয়েছেন পাঠকদের জন্যও। রবীন্দ্রনাথের সৃষ্টির পরতে পরতে যে এক চিরচেনা তবু অচেনা রবীন্দ্রনাথ লুকিয়ে থাকেন, তাঁরই অনুসন্ধান এই বইয়ের প্রবন্ধগুলিতে। গবেষণার ভার নয় বরং অনুভবের তীব্রতাই এই লেখাগুলিকে মাধুর্য দিয়েছে।
তোমার সৃষ্টির পথে / শুভ চক্রবর্তী
₹160.00
শুভ চক্রবর্তীর প্রবন্ধ সংকলন।
প্রচ্ছদ – পার্থপ্রতিম দাস
Be the first to review “তোমার সৃষ্টির পথে / শুভ চক্রবর্তী”