কিছু কথা
আমি কোনও পক্ষীবিদ নই; একজন চিত্রশিল্পী, যে পাখি ভালোবাসে। সেই ভালোবাসা থেকে ২০১২ সাল থেকে নিয়মিত পাখির ছবি এঁকে চলেছি। আমার লক্ষ্য ভারতের সব প্রজাতির পাখির ছবি আঁকা। পুঙ্খানুপুঙ্খভাবে প্রায় ৮৫০ প্রজাতির ছবি আঁকার পর বেশ কিছু মানুষ বলেন, সোজা দাগে কিছু পাখি এঁকে দেখাতে, যা দেখে তাঁরাও আঁকতে পারবেন। সেই কাজ ফেসবুকে পোস্ট করলে তা জনপ্রিয় হয়। ২০১৯-এর জুলাই মাসে এই পর্যায়ের ছবি আর পাখিগুলির বিষয়ে সামান্য তথ্য সহযোগে একটি বইয়ের সিরিজ করার ভাবনা নিয়ে ফেসবুকে একটি পোস্ট করি। তার জবাবে সেদিন রাতেই রোহণ কুদ্দুসের ফোন পাই। তারই বাস্তব রূপায়ন এই বই। যদি আপনাদের ভালো লাগে, আগামী দিনে এই সিরিজের বাকি বইগুলি প্রকাশিত হবে।
আগেই বলেছি আমি পক্ষীবিদ নই। তাই এই বইতে দেওয়া তথ্যের জন্য নানা বই (বিশেষ করে তালিকা নির্মাণে বিক্রম গ্রেওয়াল স্যরের Birds of India) এবং একাধিক ওয়েবসাইটের সাহায্য নিয়েছি। ছবি আঁকার রেফারেন্স হিসাবে ব্যবহার করেছি ইন্টারনেট থেকে পাওয়া নানা ছবি। যে সমস্ত ফোটোগ্রাফার সেই ছবি তুলেছেন, তাঁদের উদ্দেশ্যে রইল অসীম কৃতজ্ঞতা। এই কাজ করার সময় নিরন্তর উৎসাহ যুগিয়েছেন যেসব অদেখা ফেসবুক বন্ধু, তাঁদের জন্য রইল শ্রদ্ধা আর ভালোবাসা। সঙ্গে বিশেষ উল্লেখ্য আমার মায়ের কথা, যিনি অসুস্থ বাবার সেবার সব দায়িত্ব নিজের কাঁধে নিয়ে আমাকে সুযোগ করে দিয়েছেন ছবি আঁকা ও লেখার।
‘লাস্ট বাট নট দ্য লিস্ট’, যাঁদের উদ্যোগ ছাড়া এই বই ভূমিষ্ঠ হত না, সেই সৃষ্টিসুখ প্রকাশনের সকল সদস্যের জন্যে রইল আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা।
আসুন, চিনে নিই ভারতীয় উপমহাদেশের ২০০ পাখিকে। এদের কেউ আবাসিক, কেউ পরিযায়ী, কেউ কেউ আবার ‘ভ্যাগরান্ট’।
ধন্যবাদান্তে
প্রতিম দাস
Be the first to review “পাখি আর পাখি”