বাংলা সাহিত্যে অলোকরঞ্জন দাশগুপ্ত প্রগাঢ় এক বিস্ময়। তিনি এক এবং একাকী। তাঁকে অনুধাবন তাই আপাত দুরূহ। নিবিড় ও গভীর অভিনিবেশ তিনি দাবি করেন প্রতি মুহূর্তে, প্রয়োজন হয় তাঁর চিন্তাজগতে একান্ত অবগাহনের। এই বইতে সেই প্রয়াস হিন্দোল ভট্টাচার্যের। স্থানিক ও বৈশ্বিক – এই দুই অক্ষ অবলম্বন করে অলোকরঞ্জনের চেতনার মহাদেশটিকেই আবিষ্কার ও পুনরাবিষ্কারে রত লেখক। তাঁর কাব্যভুবন, গদ্যের মেধাবী উদ্ভাস, তর্কের উজ্জ্বল রোদ্দুর, ধর্মভাবনা, মার্কসীয় চেতনা, বদ্ধমূল অতিক্রমণের মতো প্রসঙ্গ আলোচনা করে হিন্দোল ধরতে চেয়েছেন সমগ্র অলোকরঞ্জনকে। মেধাবী এই প্রবন্ধগুলি পাঠকের অবগাহনেই সহায়ক হবে। সেই সঙ্গে এখানে থাকছে অলোকরঞ্জনের অপ্রকাশিত একটি সাক্ষাৎকার।
প্রচ্ছদ – দেবাশীষ সাহা
Be the first to review “শতকসন্ধির অলোকরঞ্জন”