এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র সরোজিনী মনে করেন ঈশ্বরের আশীর্বাদ আসে মানুষের হাত দিয়ে, আসে প্রকৃতির অকৃপণ ভান্ডার উজাড় করে। সে বিশ্বাসের প্রতিফলন তাঁর নিজের যাপনে প্রতিনিয়ত স্পষ্ট হয়ে ওঠে। ওদিকে দেবালয়ের ঈশ্বরের প্রতি তাঁর অভিমানটি বড় যত্নলালিত। তাঁর স্বামী, গোঁসাইঠাকুর, মায়ের কথা রেখে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েও সন্ন্যাসধর্মে নিজেকে নিয়োজিত করেছেন। বিনা দোষে নিজের ঘরে আনা স্ত্রীকে ত্যাগ করেছেন তিনি। আহত রূপ, আহত প্রেম এবং আহত আকাঙ্ক্ষা দিয়ে অপরূপা সরোজিনী তাই নিজের স্বামীকে বলেন তিনি ঈশ্বরের কাছে কিছু চান না। ঈশ্বর তো দাতা নন তাঁর জন্য, গ্রহীতাই বরং। এই অভিমান দিয়ে গড়ে তুলেছেন তিনি নিজের চারপাশে এক স্বচ্ছ প্রাচীর। এবং নিজেকে নিয়োজিত করেছেন এমন এক কাজে যা মানুষের ভালো বই মন্দ করে না।
অর্ধেক ঈশ্বরী
₹225.00
সঙ্গীতা দাশগুপ্তরায়ের প্রথম উপন্যাস।
Be the first to review “অর্ধেক ঈশ্বরী”