চৈতালী চট্টোপাধ্যায় আমাদের সময়ের একজন গুরুত্বপূর্ণ কবি। তাঁর কবিতায় নারীদের কথা উঠে এসেছে নানাভাবে। এই কবিতার বইটি শুরু হচ্ছে এইভাবে।
নরকদ্বার ধরে দাঁড়িয়ে
পুত্র পিতা আর ভর্তা
তবুও ঘেন্নার লতাটি
সরিয়ে দিয়ে ঘুরে তাকাল
আমার নারীবাদী কবিতা
ঘেন্নার এই পরত সরিয়ে দেওয়া হয়েছে এই বইয়ের পাতায় পাতায়। একই সঙ্গে স্বীকৃতির তোয়াক্কা না করে আত্মসম্মান, নিজেকে ভালোবাসার প্রত্যয় নিয়ে কবিতাগুলি জায়গা করে নিয়েছে দু-মলাটে।
নারীবাদী কবিতার এই সংকলন প্রকাশিত হয়েছিল প্রায় দু দশক আগে সৃষ্টি প্রকাশন থেকে। আগের সেই সংকলনে নতুন অনেকগুলো কবিতা যোগ করে ‘আমার নারীবাদী’ কবিতা প্রকাশিত হল নতুন করে সৃষ্টিসুখ প্রকাশন থেকে।
Be the first to review “আমার নারীবাদী কবিতা”