শতদল ব্যানার্জি হঠাৎই এক দুর্ঘটনায় হারায় নিজের পা দুটো। আই আই টি-র ঝকঝকে ছাত্র শতদলের জীবন থেকে সরে যায় তার প্রেম। বিপর্যয়ের কালো অন্ধকারে দাঁড়িয়ে পথ হারিয়ে ফেলে সে। কিন্তু অন্ধকার রাত্রির পরেই আসে ভোরের স্নিগ্ধ আলো। আবার জীবন সেজে ওঠে নতুন রঙে।
শতদল নিজের প্রতিবন্ধকতাকে পেরিয়ে জীবনে এগিয়েছে, স্বতন্ত্র, সাবলম্বী হয়ে বেঁচেছে। নিয়তির সামনে মাথা তুলে বলেছে, “বেশ! দেখলাম তোমার দান, এইবার আমার পালা।” দানের পর দান খেলেছে। রোজ যুদ্ধ করেছে, নতুন করে। পড়েছে হাজারবার, তারপর এক হাজার এক বার আবার উঠে দাঁড়িয়েছে। ওর মনের জোর দেখে, নিয়তি ওর সামনে মাথা নুইয়েছে। কুর্নিশ করে হার মেনেছে।
এই কাহিনি আশাবাদের, উত্তরণের।
Be the first to review “অভ্যুত্থান”