সরোজ দরবার এই সময়ের গল্প লিখছেন। মানুষের, সম্পর্কের, রাজনীতির, দলাদলির। এবং তিনি সহমর্মিতার কাহিনি লিখছেন। রাজনীতি, ভাষা, ধর্ম, লিঙ্গ– নানা বর্গে মানুষ ভাগ হয়ে যাচ্ছে। শাসকপক্ষ, বিরোধীপক্ষ– পক্ষ নেওয়ার দায় সবারই যেন। এমন সময়ে দাঁড়িয়ে মানুষের পক্ষ কে নেবেন একজন সচেতন লেখক ছাড়া? সরোজ দরবার সেই কাজটাই করতে চাইছেন। নানা রঙ, নানা পক্ষ পেরিয়ে শুধু মানুষের কথা বলতে চাইছেন তিনি। বিপর্যয়ের মধ্যে, বিচ্ছিন্নতার ভিতরে দাঁড়িয়ে মানুষ অন্তত মানুষের পাশে থাকুক।
মানুষের পক্ষে মানুষ
₹160.00
সরোজ দরবারের গল্প সংকলন।
Be the first to review “মানুষের পক্ষে মানুষ”