গেলাস যাঁদের অর্ধেক পূর্ণ থাকে সঙ্গীতা দাশগুপ্তরায় তাঁদের দলের। তাই তিনি আভাস দেন আকাশ অংশত স্বচ্ছ থাকবে।
এই অন্ধকার কালো সময়ের কথা সঙ্গীতা লেখেন। আমাদের চারপাশটা যেমন, তেমন করেই। কিন্তু সেই একঘেয়ে জীবনেও তিনি আলো খোঁজেন। জীবন আলো ঝলমল উৎসব নয়। কিন্তু পর্দা সরালেই একচিলতে যে কিরণ আসে, তা দিয়ে প্রাত্যহিকতার আরেকটা দিন অনায়াসে চালিয়ে নেওয়া যায়।
সৃষ্টিসুখ থেকে সঙ্গীতার পূর্ব-প্রকাশিত বইগুলি— সুয়োকথা দুয়োকথা (গল্প), আমোদিনীর আরশি (গদ্য), অপার বসন্ত (গল্প), খইচুর (ছড়া), মকশোর বাক্স (গদ্য) এবং অর্ধেক ঈশ্বরী (উপন্যাস)।
Be the first to review “আকাশ অংশত স্বচ্ছ থাকবে”