মুসাফিরের ভ্রমণকাহিনি এই বই। পৃথিবীর এ-কোনা ও-কোনা ঘুরে ঘুরে নিজের অভিজ্ঞতা ছেনে লেখা। মানুষ, খাবার, পানীয়, স্থাপত্য, ইতিহাস– কী নেই এই সংকলনে! বিদেশ-বিভুঁইয়ের গল্পের সঙ্গেই আছে আমাদের বাংলার পাহাড়, পরিবেশ, প্রকৃতির কথাও। বইটির ব্লার্ব এরকম।
নিউ মেক্সিকো, জঙ্গলমহল, ভিয়েনা, আগরতলা, বল্টিমোর, এথেন্স, ওয়াশিংটন ডিসি, ইস্তানবুল, সন্দাকফু, লাহোর, করাচি… টইটই মুসাফিরি। হাজার হাজার বছর প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষে ঘুরঘুর, দুনিয়ার সেরা জাদুঘরে মার্কিন প্রেসিডেন্টের বিমানের প্রথম মহিলা পাইলটের সঙ্গ, পাশ্চাত্য সংগীতের যুবরাজের ভিটেতে দু-দণ্ড, আশ্চর্য এক গ্রিক খানার নানা মহল আবিষ্কার, জাহাজঘাটায় ঝিনুকের অনির্বচনীয় স্বাদ নেওয়া, কলকাতার একটুকরো রাস্তায় ভারতদর্শন, দুনিয়ার দ্বিতীয় বৃহত্তম প্রাসাদে ক্রীতদাসী থেকে সম্রাজ্ঞী হয়ে ওঠা এক আশ্চর্য নারীর শয্যাগৃহে তাজ্জব, বন্য হাতির পালের পিছনে রুদ্ধশ্বাস ছুট… বিচিত্র প্রকৃতি, বিচিত্র মানুষ, বিচিত্র সংস্কৃতি, বিচিত্র ইতিহাস, বিচিত্র খানাপিনা। ইউরোপ, আমেরিকা, এশিয়া। বিচিত্র অভিজ্ঞতার ভূরিভোজ।
Be the first to review “মুসাফির এ মন”