শিবতোষ ঘোষের জন্ম ১৯৪৯ সালে। কৃষক পরিবারের সন্তান শিবতোষ বেড়ে উঠেছেন কংসাবতী নদীর তীরে। ‘খেলনাপাতি’ বইটিতে উঠে এসেছে গ্রামের কথা, মাটির কাছাকাছি বেঁচে থাকা মানুষের কথা। তাঁদের জীবন, সংগ্রাম, লোভ, দ্বন্দ্ব নিস্পৃহ ভাষায় তুলে এনেছেন লেখক। কোনও অহেতুক রোমান্টিসিজম বা অকারণ দৈন্য স্থান পায়নি। খাসতালুক গ্রামের শিবতোষ ঘোষ নিজে চাষবাস, শিক্ষকতা এবং সাংবাদিকতার সঙ্গে যুক্ত থাকার ফলে তাঁর গল্পগুলি স্বাভাবিকভাবেই হয়ে উঠেছে মানুষের মুখের কথায় অলংকৃত, বিশ্বাসযোগ্য।
‘খেলনাপাতি’ বইটি কালের গর্ভে হারিয়ে গিয়েছিল। সৃষ্টিসুখ প্রকাশন থেকে বইটি পুনরায় প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত। এই ব্যাপারে সহযোগিতা করেছেন সাহিত্যিক অমর মিত্র এবং লেখক-পুত্র সম্যক ঘোষ, তাঁদের কাছে আমরা কৃতজ্ঞ।
Be the first to review “খেলনাপাতি”