কী চাও তুমি? সে বলল খিন্ন স্বরে
ততদিনে তার বাম অংশ প্রস্তর হয়ে গেছে
আমি ভাবলাম বলি মাছ আর মাছের যত আঁশজল সবটুকু দাও
তখনই এক পানাবৃত পুকুর ও তার মধ্যকার
ঘোলাটে চক্ষু রুই হৃদিশব্দ রুই মনে পড়ে
মনে পড়ে সবুজ জলের বুকে বুড়বুড়ি কাটা
ভিতর রহস্য তার, আমি একে বেচে দেব ভাবি
শারদ হাটের কোনও ডাঁটো যুবকের বিনিময়ে
Be the first to review “হৃদিশব্দ রুই মনে পড়ে”