হৃষীকেশ বাগচী পেশায় চিকিৎসক। নিজের ভাষায় তিনি জ্বর-সর্দি-কাশির ডাক্তার। পশ্চিমবঙ্গে ছোট শহর ও মফস্সলের আরও অসংখ্য ডাক্তারবাবুদের তিনিও একজন। এগুলো অবশ্য সাধারণ কথা। যেটা এই বইকে বিশেষ করে তুলেছে, সেটা এই গদ্যগুলির সততা। কোথাও নিজের বা নিজের পেশার দোষ-গুণ ঢাকার কোনও চেষ্টা নেই। দিনের শেষে ডাক্তাররাও মানুষ, সাধারণ আবেগ-উদ্বেগ-শোক তাঁদেরও ছুঁয়ে যায়। তাই বিশ্রাম তাঁদেরও দরকার, ভুল তাঁদেরও হয়, আবার আমাদের মতো সাধারণ নাগরিকের শেষ আশ্রয়ও তাঁরাই।
স্টেথোস্কোপ-এ কান দিয়ে তাই রোগীর নয়, চিকিৎসকদের স্পন্দন শোনা যায়। মানুষ হিসাবে তাঁদের বুঝে নিতে সুবিধা হয়।
Be the first to review “স্টেথোস্কোপ”