ফিলিপ তনয় ৩

299.00

আলেকজান্ডারের জীবন নিয়ে অঙ্কুর চক্রবর্তী সিরিজ ফিলিপি তনয়-এর তৃতীয় তথা শেষ খণ্ড।

লেখকের কথা

 

আলেক্সান্ডার দ্য গ্রেটের জীবন নিয়ে বহু বছর যাবৎ লেখার ইচ্ছা ছিল। যদিও এর আগে কোনোদিনই কিছুই লিখিনি, তাই সেই লেখা কোনোদিন ছাপা হবে এমন আশাও করিনি। কিন্তু লেখা সম্পন্ন হয়েছে, তা ছাপার হরফে ‘ফিলিপ তনয়’ এবং ‘ফিলিপ তনয় ২’ আকারে প্রকাশিতও হয়েছে। কিন্তু এই দুই খণ্ডেই আলেকজান্ডারের মতো বর্ণময় চরিত্রের জীবনী শেষ হয় না, এবং দুই খণ্ডে সেটা শেষ হয়ওনি। অতএব তৃতীয় খণ্ড প্রকাশিত হতেই হয়। সেজন্যই এই ভূমিকার অবতারণা। শেষ খণ্ডে যেমন আলেকজান্ডারের সংক্ষিপ্ত অথচ প্রভাবশালী জীবনের যবনিকা পতন এবং তারপরে গ্রিক সাম্রাজ্যের সঙ্কট আরও ঘনীভূত হওয়াকে কেন্দ্র করেই গল্প এগিয়েছে, তেমনই কিছু ঘটনার পরিসমাপ্তি ইচ্ছা করেই এড়িয়ে গেছি, হয়তো ভবিষ্যতে অন্য কোনও লেখায় তাদের তুলে ধরার আশায়।
পাঠকরা, যাঁরা গত দুটি খণ্ডের সঙ্গে থেকেছেন, আশা করি আমার উপন্যাসের তৃতীয় খণ্ডকেও একইভাবে গ্রহণ করবেন।

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “ফিলিপ তনয় ৩”

Your email address will not be published. Required fields are marked *