শিবতোষ ঘোষ একজন অসামান্য গল্পকার। দুঃখের বিষয় তাঁর নাম এই সময়ের নতুন পড়ুয়ারা খুব বেশি শোনেননি। অথচ বড়োদের জন্যে লেখার পাশাপাশিই কিশোরসাহিত্যেও তিনি মণিমুক্তো উপহার দিয়েছেন আট এবং নয়ের দশকে।
২০২৩-এর জানুয়ারিতে সৃষ্টিসুখ প্রকাশন থেকে তাঁর গল্প সংকলন ‘খেলনাপাতি’ প্রকাশিত হয়েছিল। এবার সৃষ্টিসুখের কিশোর সাহিত্যের ইমপ্রিন্ট হ য ব র ল থেকে প্রকাশিত হল ছোটোদের জন্যে তাঁর লেখা উপন্যাসিকাগুলি নিয়ে ‘আলোর রাস্তা’। আরও জানাই, কিছুদিন পরেই ছোটোদের জন্যে লেখা ছোটোগল্প নিয়ে প্রকাশিত হবে আরেকটি সংকলন।
শিবতোষ ঘোষের লেখালিখি আবার পাঠকমহলে হাজির করতে পেরে আমরা বিশেষ আনন্দিত। অগ্রজ সাহিত্যিক অমর মিত্র এবং শিবতোষবাবুর পুত্র সম্যক ঘোষ এ ব্যাপারে চিরঋণী করে রাখলেন। তাঁরা উদ্যোগ না নিলে এই সংকলনগুলি প্রকাশ করা সম্ভব হত না।
আসুন, পড়ি।
আলোর রাস্তা
₹349.00
শিবতোষ ঘোষের লেখা কিশোর উপন্যাসিকার সংকলন।
Be the first to review “আলোর রাস্তা”